অনলাইন ডেস্ক: রোববার একদিনেই এদের সবার মৃত্যু হয়েছে বলে সরকারি এক বিবৃতির বরাতে জানিয়েছে এনডিটিভি।
এর একদিন আগে শনিবার বজ্রপাতে রাজ্যটিতে আরও একজনের মৃত্যু হয়েছিল। এছাড়া ১৮ ও ২০ জুলাই সাপের কামড়ে আরও দুই জনের মৃত্যু হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
বজ্রপাতে আরও ১৩ জন আহত হয়েছে।
রোববার বজ্রপাতে যারা নিহত হয়েছে তাদের সাত জন কানপুরে, সাত জন ফতেহপুরে, পাঁচ জন ঝাঁসিতে, চার জন জালাউনে, তিন জন হামিরপুরে, দুই জন গাজিপুরে এবং একজন করে জাউনপুর, প্রতাপগড়, কানপুর দেহাট ও চিত্রকুটে।
শনিবার দেওরিয়াতে অপর একজন বজ্রপাতে নিহত হয়।