ব্যবসা-বাণিজ্য ও শিল্প স্থাপনে প্রবাসীদের বিশেষ অগ্রাধিকার

এই আমার দেশ ডেস্ক: ব্যবসা-বাণিজ্য ও শিল্প স্থাপনে প্রবাসীদের বিশেষ অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।
কুয়ালালামপুরে মালয়েশিয়া আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রবাসীদের নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানো ও তাদের সন্তানদের লেখাপড়া নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বিদেশের মাটিতে নিজেদের অবস্থান সুসংহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও মনিরুজ্জামান মনিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রবাসীদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন বক্তারা।