বিএনপি নেতা গয়েশ্বরের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী প্রচারণাকালে ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন।দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়ার চৌরাস্তায় ধানের শীষের নির্বাচনী প্রচারনাকালে এই হামলার ঘটনা ঘটে।

রিজভি কবির রিজভী জানায়, ‘আজ সন্ধ্যায় ধানের শীষের প্রচারণায় ঢাকা-৩ আসনের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে বের হন গয়েশ্বর চন্দ্র রায়। প্রচারণাকালে লাঠি-শোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে তার উপর একদল সন্ত্রাসী হামলা করে। এতে গয়েশ্বর চন্দ্রসহ তার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক আহত হয়েছেন।’

এরপর আহতাবস্থায় গয়েশ্বর চন্দ্র রায়কে রাজধানীর বিজয়নগরে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।