নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াত জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ থেকে নির্বাহী সদস্য করা হয়েছে। গত ৫ এপ্রিল দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষর করা এক চিঠিতে এ কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) মিলনকে পাঠানো চিঠির একটি কপি দৈনিক এই আমার দেশের হাতে এসেছে।
চিঠিতে বলা হয়েছে- ‘আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আপনাকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে মনোনীত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যক্রর হবে।’
নাম প্রকাশের না করার শর্তে বিএনপির সম্পাদকমণ্ডলীর এক নেতা বলেন, গত সংসদ নির্বাচনের আগে দলীয় মনোনয়ন না পেয়ে মিলনের অনুসারীরা নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেওয়া এবং ভাঙচুর করে। তারপর থেকে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে তার দূরত্ব সৃষ্টি হয়। গত কয়েক বছর তো তার সঙ্গে দলের নেতাদের তেমন কোনো যোগাযোগও নেই। এসব কারণে তার পদাবনতি হয়েছে।
এর আগে বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদের পদাবনতি করা হয়। তাকে দপ্তর থেকে সরিয়ে সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক করা হয়।