বিএনপির ভাইস চেয়ারম্যানের আ.লীগে যোগদান

নিজস্ব প্রতিবেদক: আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তবাদী দল’র (বিএনপি) ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। আজ বুধবার রাতে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।

ইনাম আহমেদ চৌধুরী ছিলেন বিএনপি সরকারের সাবেক আমলা। এবারের নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন ইনাম আহমেদ চৌধুরী। প্রাথমিক মনোনয়নের তালিকায় তিনি থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নে বাদ পড়েন তিনি।