আব্দুর রউফ: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এস,বি,কে ইউনিয়নের বজ্রাপুর মৌজায় তরিকুল নামের এক ভূমি দস্যু ও অবৈধ বালি উত্তোলনকারীকে এক লক্ষ ১০০০০০ টাকা জরিমানা করেছেন মহেশপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা শরীফ শাওন।
কোটচাঁদপুর উপজেলার বলুহর বাওড় সংলগ্ন ও মহেশপুর উপজেলার কাকিলাদাড়ী নামক জায়গা থেকে প্রতি বছর মহেশপুরের জুগীহুদো গ্রামের জালাল উদ্দিন এর মেজো ছেলে তরিকুল ইসলাম (৪৫) বাওড়ের কিনার থেকে প্রায়শই চুরি করে বালি উত্তোলন করে বিক্রি করেন।
তারই ধারামতে গত কয়েকদিন ধরে পুনরায় বালি উত্তোলন শুরু করলে বুধবার (১৬ নভেম্বর) দুপুর ২ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিয়ে যে জায়গায় বালি উত্তোলন করা হয় তার পাশের জমির মালিক বহুবার নিষেধ করা সত্বেও বেপোয়ারাভাবে কোন আইনের তোয়াক্কা না করে হাজার, হাজার গাড়ী বালি উত্তোলন করে বিক্রি করতে থাকেন।
সরিজমিনে গিয়ে সাংবাদিকরা দেখতে পায় এবং তাৎক্ষণিক মহেশপুর উপজেলার এ,সি,ল্যান্ড শরীফ শাওন কে জানালে তিনি এস.বি কে ইউনিয়নের নায়েব আরিফকে নির্দেশ দিলে তিনি এসে বালি উত্তোলন বন্ধ করেন।
পরবর্তীতে এসিল্যান্ড শরীফ শাওন এসে বিষয়টি পর্যালোচলা করে ২০১০ সালের বালু সংরক্ষণ আইনে ১৫/১ ধারা মতে তরিকুলের বালি বাজেয়াপ্ত সহ এক লক্ষ ১,০০০০০/= টাকা জরিমানা করেন।
ঘটনার সময় তরিকুল উপস্থিত না থাকায় তার ভাই আরিফুলকে ঘটনাস্থল থেকে মহেশপুর থানার এসআই রেজাউল ইসলামের জিম্মায় দেওয়া হয়।
এ ব্যাপারে মহেশপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা শরীফ শাওন বলেন, ভূমি সংশ্লিষ্ট আইন বিরোধী কর্মকান্ডে জড়িত যে ব্যক্তিই হোক না কেন তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে।