বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতির যাত্রা শুরু

ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষক, গবেষক ও শীর্ষ হিসাববিজ্ঞান পেশাজীবী ইনস্টিটিউটসমূহের প্রতিনিধির সমন্বয়ে বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতির যাত্রা শুরু হয়েছে।

২০ জুলাই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রদানসহ বেশ কিছু বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন সমিতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ড. সাইয়েদুজ্জামান।

এদিকে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া এক সভায় একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. এম হারুনুর রশীদকে আহ্বায়ক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সাইয়েদুজ্জামানকে সদস্য সচিব করা হয়। কিছু দিকনির্দেশনা দিয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয় গঠিত আংশিক কমিটিকে।

এরই পরিপ্র্রেক্ষিতে ১১১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির প্রস্তাব বিবেচনা এবং পরবর্তী কর্মসূচি স্থির করার জন্য শনিবার বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির প্রথম সভা আহ্বান করা হয়েছে।

এ সভায় হিসাববিজ্ঞান সংশ্লিষ্ট সবাইকে উপস্থিতির জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন সমিতির আহ্বায়ক ড. এম হারুনুর রশীদ।