বন্যায় দেশের পূর্ব-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ট্রেন চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট: বন্যার পানিতে রেল লাইন তলিয়ে যাওয়ায় দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এবিষয়ে দু:খ প্রকাশ করা হয়েছে।

এতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও জামালপুর রুটের ট্রেন শুধুমাত্র জামালপুর স্টেশন পর্যন্ত চলাচল করছে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাট এক্সপ্রেসটিও চলাচল করছে রুট পরিবর্তন করে। একইভাবে পরিবর্তন করা হয়েছে দোলন চাঁপা, করতোয়া এক্সপ্রেসে চলাচল। বন্ধ রয়েছে পার্বতীপুর কুড়িগ্রাম রুটের সকল লোকাল ট্রেন চলাচল।