বুলবুল আহম্মেদ বুলু
(বদলগাছী, নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী মাতাজী সড়কে চলন্ত বাস মর্মান্তিক সড়ক দর্ঘটনার শিকার হয়ে ২ জন বাস যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়া কমপক্ষে আরো ২০ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার রাত আনুমানিক ৮টার পূর্বে এ ঘটনা ঘটে বদলগাছী মাতাজী সড়কের পয়নারী নামক স্থানে। নিহতরা হলো বদলগাছীর সোহাসা গ্রামের গ্রিরিস পাহান (৩৫) ও আব্দুর রশিদ (৩৭)।
এলাকাবাসী জানায় বাসটি পত্নীতলা থেকে নওগাঁ অভিমূখে আসার পথে পয়নারী একটি ভুটভুটির সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। ঘটনাস্থলেই দুজন মারা গেছে। আহতরা বদলগাছী ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়েছে।