প্রেমিকার সঙ্গে দেখা করায় যুবকের নাক কেটে দিল প্রেমিকার চাচা,

এই আমার দেশ ডেস্ক : অন্যান্য সপ্তাহের মতোই প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রেমিক প্রকাশ কোলি। কিন্তু এবার তার সঙ্গে এমন ঘটনা ঘটবে তা কখনো চিন্তাই করেননি তিনি। শনিবার রাতে প্রেমের শাস্তি হিসেবে নাক কাটা গেছে তার। প্রেমিকার পরিবার ওই রাতেই প্রকাশ কোলির নাক কেটে দেয়। গুজরাটের আমরেলি জেলার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আমরেলির জিবাপুর গ্রামের বাসিন্দা প্রকাশ কোলি (২৩)। শনিবার রাতে তার বান্ধবীর সঙ্গে একান্তে দেখা করতে যান বলে জানিয়েছেন পুলিশ ইন্সপেক্টর জেডি আহির। তার বান্ধবীও ওই একই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ‘প্রকাশ যখন তার বান্ধবীর সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে পৌঁছন, তখন মেয়ের চাচা প্রকাশের নাক কেটে ফেলেন। তড়িঘড়িই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তার।

পুলিশ আরও জানিয়েছে, প্রকাশের বান্ধবীর বাবা মা, ভাই ও চাচাকে সোমবার গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৬ ধারা (বিপজ্জনক অস্ত্রের দ্বারা মারাত্মকভাবে আঘাত করা) এবং ১৪৬ ধারায় (দাঙ্গা) মামলা করা হয়েছে।