প্রিয়া সাহার স্বামী দুদক কর্মকর্তা মলয় সাহার তৎপরতা খতিয়ে দেখা জরুরি

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রদ্রোহিতার জঘণ্য অপকর্মে লিপ্ত অপ্রিয় ‌’প্রিয়া সাহা’র স্বামী মলয় কুমার সাহা দুদকের উপ-পরিচালক হিসেবে সরকারি চাকরিতে এখনো বহাল তবিয়তেই রয়েছেন। একমাত্র উপার্জনক্ষম মলয় সাহার বেতন ভাতার টাকাতেই তার স্ত্রী দেশ-বিদেশে উড়ে বেড়ান, সে টাকাতেই তার দুই মেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশুনা করে থাকে। যদিও উপ-পরিচালকের মাসিক বেতনের প্রায় তিন গুণ টাকা প্রতি মাসে খরচ হয় দুই মেয়ের পড়াশুনায়। তাহলে বিপুল পরিমাণ ব্যয়ের বাড়তি টাকা কোত্থেকে পান তিনি? অবশ্য দুদকের সহানুভূতিতে বিশেষ বিশেষ দুর্নীতির ঘটনা তদন্তের সুযোগ পান মলয় সাহা। যে কোনো একটি ঘটনার ক্ষেত্রেও যদি তিনি ‘সরল বিশ্বাসে’ অভিযোগ এড়িয়ে যান তাতেই তিনি কোটিপতি আর প্রিয়া সাহা কোটিপত্নি হয়ে যান অনায়াসে।
বিএনপিসহ চারদলীয় জোট সরকারের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব মোসাদ্দেক হোসেন ফালু ও তার স্ত্রীর শত শত কোটি টাকার দুর্নীতি তদন্তের মধ্য দিয়েই মলয় সাহার টাকার পাহাড়ে সাতার কাটা শুরু হয়। এরপর কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের সাগর চুরি খ্যাত দুর্নীতি, বৃন্দাবন কলেজে কতিপয় শিক্ষক-কর্মকর্তার আখের গোছানো দুর্নীতি, রেল প্রকৌশলীর ঘুষ বাণিজ্য হাতেনাতে ধরা, শরীয়তপুরে শত ক্রোড়পতি ১২ জন আওয়ামীলীগ নেতার লুটপাটের কাহিনী তদারকির মতো প্রায় একডজন ‘সহজ কামাইর’ তদন্তের দায়িত্ব নিয়েই বদলে যান ওই উপ-পরিচালক। তার চেয়েও বেশি পাল্টে যান প্রিয়া সাহা।
এ মুহূর্তে গুরুত্ববহ সব ঘটনার তদন্ত থেকে হটিয়ে মলয় কুমার সাহার যাবতীয় তৎপরতা খতিয়ে দেখা জরুরি। কোথা থেকে আসে টাকা, কেমন ভাবে খরচ হয়? সেসব কাভার দিতে দুর্নীতি দমনের শপথ থেকে কতটুকুই বা সটকে পড়েছিলেন তিনি….