নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় নির্বাচন সফলভাবে শেষ করায় বাংলাদেশি জনগণের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ প্রশংসা করে দেশটির পররাষ্ট্র দপ্তর।
পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র রবার্ট পালাদিনো বলেন, ‘৩০ ডিসেম্বর সংসদীয় নির্বাচনে ভোট দেওয়া বাংলাদেশের কোটি কোটি ভোটারের প্রশংসা করে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ায় সব দলকেও ধন্যবাদ জানায়।’ সফলভাবে নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে শেখ হাসিনা পুনঃনির্বাচিত হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন জানায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভবিষ্যত ও গণতান্ত্রিক উন্নয়নে গভীরভাবে বিনিয়োগ করতে চায়।
অর্থনৈতিক উন্নতি, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বাংলাদেশের অভূতপূর্ব রেকর্ড রয়েছে বলেও মন্তব্য করেন এ কর্মকর্তা।