নিখোঁজ যুবলীগ নেতাকে ঢাকা থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান (৩৫) চার দিন ধরে নিখোঁজ থাকার পর ঢাকা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে ওসি মোস্তাফিজুর রহমান জানান, ওই নেতার পিতা আলহাজ্ব জমশেদ আলী তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরি করার পর পুলিশ তৎপরতা চালায়। পরে প্রযুক্তি ব্যবহার করে মেহেদী হাসানের অবস্থান নিশ্চিত করে পুলিশ। এরপর তাকে ঢাকার মালিবাগ এলাকার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করে।
এ সময় মেহেদী হাসান পুলিশকে জানায় ঋণের দায় থেকে বাঁচতে তিনি স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন।
উল্লেখ্য, দেশীগ্রাম ইউনিয়নের ছোট মাঝদক্ষিণা গ্রামের জমশেদ আলীর ছেলে ও দেশীগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান গত ১১ জুলাই নিজ বাড়ি থেকে নিমগাছী এলকার কাজী ইট ভাটায় ইট কিনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে পড়েন। পরে ওই দিন বাড়িতে ফিরে না এলে তার মোবাইল ফোনে কল দিলে সেটি ও বন্ধ পাওয়া যায়।
এ নিয়ে ১৬ জুলাই কালের কণ্ঠে ‘তাড়াশে চার দিন ধরে যুবলীগ নেতা নিখোঁজ’ শিরোনামে একটি সংবাদ ও প্রকাশিত হয়।