নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার (২২ নভেম্বর) নাটুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাটুদহ মাধ্যমিক বিদ্যালয় এবং নাটুদহ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা।
এরপর তিনি নাটুদহ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদক প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানজিদা বেগম, উপজেলা নির্বাহী অফিসার, দামুড়হুদা।