নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ‘ধানের শীষ মানেই দুর্নীতি, মানি লণ্ডারিং, এতিমের অর্থ আত্মসাৎ। আর নৌকা মার্কা মানে মানুষের কল্যাণ, মানুষের জীবনমানের উন্নয়ন ও উন্নতি। তাই আপনারা আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন। আমরা আপনাদের সেবায় নিয়োজিত থাকবো’
আজ শুক্রবার রাজধানী গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ‘মানুষ আমাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছে বলেই মানুষের আয় রোজগার বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। দেশের মানুষের এবং অর্থনীতি আরও উন্নত হবে।’
এসময় তিনি বিএনপি আমলের দুর্নীতির কথা উল্লেখ করে বলেন, ‘নিজেদের ভাগ্যের উন্নয়ন নয়, জনগণের ভাগ্য পরিবর্তন করাই আমাদের লক্ষ্য। আমরা সরকার পরিচালনা করি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই ছিল আমাদের লক্ষ্য। আজকের বাংলাদেশ বিশ্বের বুকে রোল মডেল।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একসময় বাংলাদেশকে ক্ষরা, দুর্যোগ, দুর্ভিক্ষ এবং অভাবের দেশ বলা হতো। সেই বদনাম আর নেই বাংলাদেশের। আজকে কারও কাছে হাত পেতে চলতে হয় না আমাদের। আজকে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে বাংলাদেশ।’
জঙ্গিবাদ দমনের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘এই গুলশানে যখন হলি আর্টিজানে হামলা হয়েছিল, তখন সবাই ধারণা করেছিল এর কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু মাত্র ৮ থেকে ৯ ঘণ্টায় আমরা ব্যবস্থা নিয়েছি। এরপর থেকে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসময় ঢাকার আসনের মহাজোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান।