কোটচাঁদপুর প্রতিনিধি: দীর্ঘ ১৮ বছর পর ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ছাপার অক্ষরে পড়তে ছবিতে ক্লিক করুন
মঙ্গলবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি।
দীর্ঘ দিন পরে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় সম্মেলন ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা গেছে ।
ওই সম্মেলনে কাজী আলমগীরকে সভাপতি ও রিপন মন্ডলকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীরা সুলতানুজ্জামান লিটন প্রমুখ।
সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল ও পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার।