
নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় পূর্ব শত্রুতার জের ধরে রাসেল রেজা দিপু(৪৫) নামের এক যুবলীগ নেতা কে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। তিনি উপজেলাপর দর্শনা পুরাতন বাজারের মৃত জিয়াউল হকের ছেলে ও দর্শনা পৌর যুবলীগের সহ সভাপতি। রোববার বিকাল ৬ টার দিকে দর্শনা মুক্তি ক্লিনিকের সামনে এঘটনা ঘটে । স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রোববার বিকাল ৬ টার দিকে দর্শনা মুক্তি ক্লিনিকের সামনে একটি চায়ের দোকানে যুবলীগ নেতা রাসেল রেজা দিপু বসে ছিলো। এসময় পূর্ব শত্রুতার জের ধরে হেলাল ও সাগর একটি মটরসাইকেল যোগে এসে জি আই পাইপ দিয়ে বেধড়ক মারপিট করে নির্রগ্নে চলে যায়। এতে তার শরিরের বিভিন্ন স্থানে আঘাত লেগে রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থালে পড়ে থাকে। পরে স্থানীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।