
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ (পাস) পৌরনীতি-১ বিষয়ের পরীক্ষায় নকল করার দায়ে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার সকালে পরীক্ষা চলাকালে তাড়াশ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরুন্নবী ওই ছয় শিক্ষার্থীকে নকলসহ হাতেনাতে ধরেন এবং তাদের বহিষ্কার করেন।
এদিকে তাড়াশ ভারপ্রাপ্ত ইউএনও ওবায়দুল্লাহ তাড়াশ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।