নিজস্ব প্রতিবেদক :বুধবার দুপুরে মতিঝিলের চেম্বারে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা ড. কামালের কাছে তার নিরাপত্তার বিষয়ে জানতে চান। বুধবার দুপুরে মতিঝিলের ড. কামাল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পুলিশের কর্মকর্তারা। প্রায় ১৫ মিনিট এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎ শেষে মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন এসব কথা বলেন।
কী কারণে এসেছেন- জানতে চাইলে আনোয়ার বলেন, ড. কামালের সাথে আমারা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। ড. কামাল হোসেনের আলাদা কোন অবজারভেশন আছে কী না? এ বিষয়ে খোলা-মেলা আলোচনা হয়েছে। মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের প্রতিনিধি দলের ছিলেন, এডিসি শিবলি নোমান, এসি মিশু, নাজমুন নাহার, সরোয়ার, ওসি ফারুক, পিআই শহীদ প্রমুখ।
আনোয়ার হোসেন সাংবাদিকদেরকে বলেন, স্বাভাবিক কাজের অংশ হিসেবে আমরা এখানে এসেছিলাম। তার নিরাপত্তার বিষয়ে আলোচনা করতে এসেছিলাম। ড. কামালের ওপরে হুমকি আছে কী না- জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে উনি, সে আশঙ্কা প্রকাশ করেন নাই।
বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বার তারা প্রবেশ করেন। এ সময় ৩০ জন পুলিশ সদস্য ছিলেন।
চেম্বারে এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক প্রমুখ।