নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তালিকাভুক্ত দু’জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৫টি দেশীয় বন্ধুক, ২২ রাউন্ড গুলি এবং ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাফনদীর খুরেরমুখ নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের কচুবুনিয়া এলাকার মৃত এনাম শরীফের ছেলে আব্দুর রশিদ (৪৭) এবং একই ইউনিয়নের কাটা বনিয়ার আব্দুর রহমানের ছেলে আবুল কালাম (৩৫)। পুলিশের দাবি, এই দুইজনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
এই ঘটনায় পুলিশের টেকনাফ থানার এসআই বোরহান উদ্দিন, এএসআই ফরহাদ, কনস্টেবল হৃদয়সহ তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলেও পুলিশের পক্ষ থেকে জানা গেছে।