নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক মুজিব নগর দিবসে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সড়ক পথে ঝিনাইদহ পৌঁছুলে তাকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতৃবন্দ স্বাগত জানান এবং তার সফর সঙ্গী হিসেবে মেহেরপুরের ঐতিহাসিক আম্রকাননের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি আব্দুল হাই, সাধারণ সম্পাদক, সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, ধর্ম বিষয়ক সম্পাদক, সাবেক পৌর চেয়ারম্যান এস এম আনিছুর রহমান খোকা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম যুবলীগের আহবায়ক আশফাক মাহুমদ জন প্রমুখ।