সনজীত কুমার দে, বিশেষ প্রতিনিধিঃ ঝিনাইদহে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সাধুহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, মাদক বিক্রির খবর পেয়ে সাধুহাটি এলাকায় অভিযান চালায় ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল।
সেসময় সাধুহাটি ধর্মতলায় অভিযান চালালে মাদক কেনা-বেচার সময় হাতে নাতে ওবাইদুর রহমান ও শামীম মোল্লা নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে তারা।
উদ্ধার করা হয় ১৪ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল, ৫টি সিমকার্ড, ১টি ব্যাটারী চালিত অটোভ্যান এবং নগদ- ৯৪০ টাকা।
পরে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়।