ঝিনাইদহ অফিস

গণমাধ্যম কর্মীদের কাছে নারী জানিয়েছে, বিচার চাইতে গিয়ে ফরিদ চেয়ারম্যানের লালসার শিকার হয়েছে সে। ঘটনার বিবরণে নারী জানিয়েছে, কয়েক মাস আগে শহর তলীর কোরা পাড়া বটতলার আমির হোসেনের ছেলে মহসিন সন্তান রয়েছে জেনেও ঐনারীকে বিয়ে করে কাজি ডেকে। কয়েক মাস তার সাথে মহসিন স্বামী স্ত্রীর মত থাকলেও পরে বিবাহ অস্বীকার করে মহসিন।
এই বিষয়ে ঐ নারী প্রথম পাগলাকানাই ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আবু সাঈদের কাছে অভিযোগ দিলে আবু সাঈদ উভয় পক্ষকে ঘটনা মিমাংসা করে ফেলতে বলে। আবু সাঈদের মিমাংশা না মেনে মহসিন শহরের বিভিন্ন মাদকসেবী ছেলে-পেলেদের ঐ নারীর পিছনে লেলিয়ে দেয়। কয়েকবার শারীরিকভাবেও নির্যাতন করে। ঐ নারীর সাথে ফরিদ চেয়ারম্যান যোগাযোগ করে ঘটনা মিটিয়ে দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যায় ১৫ এপ্রিল শুক্রবার বিকালে।
ঐ নারী জানিয়েছে, বিকাল ৫ টার দিকে সে ফরিদের নরহরিদ্রা গ্রামের বাড়িতে যায়। ফরিদ তাকে বাড়ির ভিতরে নিয়ে যায়। এসময় তার ড্রাইভার শাহীনকে বলে কেউ এসে খোঁজ করলে বলতে বলে চেয়ারম্যান ঝিনাইদহে রয়েছে,বাড়িতে নেই। বাড়ির ভিতর নিয়ে গিয়ে ফরিদ চেয়ারম্যান বলে বাড়িতে মেহমান এসেছো কিছু না খাওয়ালে হবে। নারি বলে আমি রোজা রয়েছি। এর পর ফরিদ ঘরে থাকা পুরোনো আলমারি থেকে ইয়াবা ট্যাবালেট বের করে ঐ নারীকে আগুন জ্বালিয়ে দিতে বলে। এসময় ঐ নারী ফরিদকে বলে সে রোজা রয়েছে। সে কি সে এসময় ভয় পেয়ে গেলে শাহীনকে ডেকে ইয়াবা জ্বালিয়ে নেয়। এসময় ঐ নারীকেও জোর করে ইয়াবা সেবন করায়। এর পরে গাঁজাও সেবন করায়। এসময় সে গাঁজা সেবন করতে না চাইলে মুখে থাপ্পড় মারে ফরিদ। এতে তার বাম চোখে আঘাত লাগে। এর পর বিছানায় নিয়ে গিয়ে খাটের স্ট্যান্ডের সাথে বাম পা বেধে প্রথমে ফরিদ ও পরে ড্রাইভার শাহীন ধর্ষণ করে। বাম পায়ের হাটুর উপরে চটে গেছে ঐ নারীর।
ধর্ষণের ফলে সজ্ঞাহীন হয়ে পড়লে পরে দিন ১৬ এপ্রিল সকাল ১০টার দিকে কে বা কাহারা ঝিনাইদহ সদর হাসপাতালে পড়ে গিয়ে পা ভেঙে যাওয়ার কথা বলে ভর্তি করে রেখে যায়। বর্তমানে সে হাসপাতালে ভর্তি রয়েছে।