জেল থেকে খালেদা জিয়ার বার্তা

নিজস্ব প্রতিবেদক : ভোটের প্রাক্কালে ভোটার-নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বার্তা পাঠিয়েছেন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শনিবার সকালে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই বার্তা পড়ে শোনান।তবে কোন মাধ্যমে বার্তাটি বিএনপির কাছে এসেছে তা জানাননি রিজভী।

রিজভী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগার থেকে সাধারণ ভোটার, ধানের শীষের সমর্থক ও নেতাকর্মীদের উদ্দেশ্যে কয়েকদিন আগে পাঠানো আওয়ামী দুঃশাসন বিরোধী বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “আগামীকাল আপনাদের সুযোগ আসবে স্বৈরশাসকদের হাত থেকে মুক্তিলাভের, দেশকে মুক্ত করার। সকল হুমকি-ধমকি ও ভয়ভীতি উপেক্ষা করে দলে দলে ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের এক একটি ভোট নিশ্চিত করতে পারে জনগনের মুক্তি ও গণতান্ত্রিক বাংলাদেশ।” শনিবার বিকাল থেকেই পালাক্রমের ভোট কেন্দ্র পাহারা দিতেও আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।’

বিএনপি চেয়ারপরসন তার বার্তায় আরও বলেছেন, ‘ফজরের নামাজ পড়েই ভোটের লাইনের দাঁড়ানোর জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি। ভোট দিয়ে ভোট কেন্দ্রের আশে-পাশে থাকবেন। আপনারা শুধু সাধারণ ভোটারই নন ভোটারদের অতন্দ্র প্রহরী।’

বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলের পোলিং এজেন্টদের উদ্দেশে সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘ভোট শুরুর আগে ব্যালট বাক্স পরীক্ষা করবেন। ফলাফল না নিয়ে আপনারা ভোট কেন্দ্র ত্যাগ করবেন না। আপনারা ভোটকেন্দ্র পাহারা দেয়ার মাধ্যমে জনগণের ভোটাধিকার রক্ষা করবেন। ভোট গ্রহণ শেষে ভোট গণনা করে কে কত ভোট পেল তা নিশ্চিত না হয়ে সাদা কাগজে কেউ সই করবেন না। কোনো অবস্থাতেই প্রিজাইডিং অফিসারের সই ছাড়া সই করবেন না। ফলাফল নিয়ে প্রিজাইডিং অফিসারের সাথে রিটার্নিং অফিসার বা সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাবেন।’

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজার পর থেকে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাবন্দী রয়েছেন। ভোটারদের প্রতি আহ্বান করে রিজভী বলেন, ‘ধানের শীষের নেতাকর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের বলতে চাই, সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে ভোট কেন্দ্রে যেতে হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় জনগণ অগণতান্ত্রিক শক্তি দুর্বৃত্তদের প্রতিরোধ করা শুরু করেছে। জনগণের শক্তির কাছে দুর্বৃত্তরা পরাজিত হবে-এটাই ইতিহাসের শিক্ষা। ভোটার ও ধানের নেতাকর্মী-সমর্থকদের আহ্বান জানাব-আলো আসবেই।’

বিএনপি যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘ধানের শীষের প্রতীক স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক, নিপীড়িত মানুষের প্রতীক, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতীক, আবেগ ও প্রত্যাশার প্রতীক, উন্নয়ন-শান্তি-উন্নয়ন, অগ্রগতির প্রতীক, দুঃশাসন থেকে মুক্তির প্রতীক। আমি শুধু এটুকুই বলতে চাই, এদেশ কাড়তে যেই আসুক, আমরা সাহসে বেঁধেছি বুক, আমরা নইকো ভীরুর জাত, দেবো নাকো হতে দেশ বেহাত।’