নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা-১ আসন থেকে পর পর তিনবার নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন মিয়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক কমিটির সদস্য মনোনীত হয়েছেন।
গত সংসদে তিনি হুইপের দায়িত্বে ছিলেন। এই কমিটির সভাপতি হয়েছেন এ বি তাজুল ইসলাম। অন্য সদস্যরা হলেন- প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, পঞ্চানন বিশ্বাস, আফতাব উদ্দীন সরকার, মীর মোশতাক আহমেদ রবি, জুয়েল আরেং, মুজিবুর রহমান চৌধুরী ও মাসুদ উদ্দিন চৌধুরী।
