চুয়াডাঙ্গায় গুজব প্রতিরোধে জেলা পুলিশের লিফলেট বিতরণ

প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ছেলেধরা গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে শহরে লিফলেট বিতরণ করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে লিফলেট বিতরণের মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অপরিচিত ব্যক্তিকে দেখে ছেলেধরা সন্দেহে গুজব রটানো হচ্ছে। অনেক নিরীহ মানুষ এ গুজবের শিকার হচ্ছেন। এ বিষয়ে জনগণকে সচেতন করতে জেলায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে।