নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের ন্যায় গতকাল ১০ এপ্রিল চুয়াডাঙ্গা প্রথম অস্থায়ী রাজধানী দিবস উদযাপন করা হয়েছে । এ উপলক্ষে সুন্দরম মিডিয়ার আয়োজনে “প্রথম অস্থায়ী রাজধানী চুয়াডাঙ্গার রাষ্ট্রীয় স্বীকৃতি চাই” দাবীতে চুয়াডাঙ্গা জেলাবাসীর অংশগ্রহণে স্থানীয় শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সুন্দরম মিডিয়ার পরিচালক মারুফ হাসান পলাশের সভাপতিত্বে অতিথি ছিলেন প্রগতি লেখক সংঘের পরিচালক কাজল মাহমুদ ও সুন্দরম মিডিয়ার সদস্য আসাদুজ্জামান শিমুল হোসেন। এ আয়োজনকে সফল করে তোলে বিভিন্ন স্কুলের ছাত্র / ছাত্রীবৃন্দ। বক্তারা চুয়াডাঙ্গা থেকে স্বাধীনতার যুদ্ধ পরিচালিত হলেও আজও অস্থায়ী রাজধানী হিসেবে স্বীকৃতি না পওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।