নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা পরিবেশক সমিতির আয়োজনে মুক্তিযোদ্ধা মার্কেটের তৃতীয় তলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । চুয়াডাঙ্গা পরিবেশক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ সালাউদ্দিন চান্নুর সভাপতিত্বে ও পরিবেশক সমিতির সাধারন সম্পাক মাহবুব আলম রিংকু জোয়ার্দ্দার এর উপস্থাপনায় দোয়া মাহফিল পরিচালনা করেন চুয়াডাঙ্গা বাজার জামে মসজিদের খতিব জসিম উদ্দীন ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অফ কমার্সের সিনিয়র সহ- সভাপতি শাহারিন মালিক, সহ-সভাপতি মঞ্জুরুল আলম মালিক লাজ, দোকান মালিক সমিতির সহ-সভাপতি মাসুদুর রহমান, হাজী সাহাবুদ্দিন, সাধারন সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, ,পরিবেশক সমিতির সহ সভাপতি আসলাম উদ্দীন, আলো ও ছায়ার এবং জাকির মটোরর্সের স্বত্তাধিকারি মোহাম্মদ জাকির ও সামসুল আলম বাবু সহ দুই শতাধিক ব্যবসায়িক নেতৃবৃন্দ ইফতার ও দোয়ার মাহফিলে অংশ গ্রহন করেন ।