চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ-নীলমণিগঞ্জ রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের কারণে নিম্ন মানের রাস্তা নির্মাণ করায় চলাচলকারী জনগণ আবারও চরম দূর্ভোগের মুখে এবং নির্মানাধীন রাস্তার সাথে ড্রেন দুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে।
তথ্য অনুসন্ধানকালে দৈনিক এই আমার দেশ প্রতিনিধি কে এলাকাবাসী জানান যে, স্থানীয় সরকার প্রকোশলী অধিদপ্তর চুয়াডাঙ্গা সদর উপজেলায় তত্ত্বাবধানে ৭৯ লক্ষ টাকা ব্যয়ের ৮০০ মিটার রাস্তা “ডিঙ্গেদহ টু নিলমনিগঞ্জ” গ্রামীন সড়ক নির্মান প্রকল্পের
নির্মান কাজের মান খুবই খারাপ হওয়ায়, রাস্তার কার্পেটিং পাশ জায়গায় জায়গায় বসে ও ফেটে গেছে, সেটার উপর দিয়ে কোন ভাবেই মালামাল বহন করা বা কৃষি পণ্য বাহিত ভারি গাড়ি বহন করতে গেলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
উল্লেখ্য রাস্তার কাজ করতে ঠিকাদার ব্যাপক ফাঁকি দিয়ে যেনতেন ভাবে শেষ করা অবস্থায় গ্রামবাসি কাজটি বন্ধও করে দেয়। কাজে আর অনিয়ম হবেনা এমন প্রতিশ্রুতি দিয়ে, প্রকল্পের কাজ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেষ করে।
মাত্র ৩/৪ দিনের মাথায় ক্ষতিগ্রস্ত স্থান সমূহের মধ্যে, আলী গাফফারের বাড়ির সামনে, ডিঙ্গেদহ খেজুরা ঈদগাহ সামনে, কাশেম সুইট এর বাড়ির সামনে।
এই কাজের অনিয়মের জন্য গ্রামবাসি যথাযথ কর্তৃপক্ষ সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এবং ড্রেনটি পুণরায় নির্মান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে।