প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে শুকুর আলী নামের (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। আজ (২২জুলাই) সকাল ১১ টার দিকে শহরের পৌর ঈদগা ময়দানের সামনে এঘটনা ঘটে। জখম শুকুর আলী শহরের হকপাড়ার রবিউলের ছেলে।
জানা গেছে, আজ সকালে শহরের পৌর ঈদগা ময়দানের সামনে শুকুর আলীকে গতিরোধ করে দূর্বত্তরা। এসময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে পালিয়ে যায়। এ সময় এক অটো চালক মাদক ব্যবসায়ী শুকুর আলীকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে ভর্তি করে।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানায়, শুকুর আলীর অবস্থা আশংকাজনক। আমরা দীর্ঘ সময় অস্ত্রোপচার শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেছি।
এলাকাবাসি বলেন, শুকুর আলী শহরের চিহৃিত একজন মাদক ব্যবসায়ী। এই মাদকের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারনা করেন।

আহত শুকুর আলীর মা বলেন, শহরের শফি ড্রাইভারের ছেলে লেবু আমার ছেলেকে নির্মমভাবে কুপিয়েছে। আমি এর বিচার চাই।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, শহরের ঈদগা পাড়ায় এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে৷ আমাদের নিকট কেউ এখনো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনাগত ব্যবস্থা গ্রহণ করবো বলে জানায় এই কর্মকর্তা।