চুয়াডাঙ্গার মানুষ এমপি ছেলুন জোয়ার্দ্দারের অপেক্ষায়

এম এ মতিন: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগসহ, তৃণমূল আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ জেলাবাসীর মাঝে বিশেষ আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
গতকাল (৪ জুলাই ) দুপুরে যখন চারিদিকে খবর ছড়িয়ে পড়ে যে, চুয়াডাঙ্গা জেলাবাসীর অভিভাবক এ জেলার দল-মত নির্বিশেষে সকলের শ্রদ্ধাভাজন ও প্রিয় ব্যক্তিত্ব, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সফল হুইপ ও চুয়াডাঙ্গা ১ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন দীর্ঘদিন পর সুস্থ শরীরে চুয়াডাঙ্গায় ফিরছে– তখন থেকেই দলের নেতাকর্মী, সমর্থকদের ও সর্বমহলের মাঝে চলছে এক অন্যরকম উত্তেজনা-আনন্দ।
এবিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন যে, এমপি মহোদয় চিকিৎসা শেষে সুস্থ হয়ে প্রায় তিন মাস পর আজ মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১১টার সময় বিমানে যশোর বিমানবন্দরে অবতরণ করবেন এবং সড়ক পথে কালীগঞ্জ হয়ে দুপুর সাড়ে ১২টার সময় দশমাইলে একটি পথ সভায় বক্তব্য রাখবেন। তারপর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাসহ চুয়াডাঙ্গার উদ্দেশ্য রওনা দিবেন।
এবিষয়ে আমরা চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে উক্ত শোভাযাত্রায় অংশ গ্রহণ করার জন্য বিশেষ ভাবে আহ্বান জানাচ্ছি ।