চুয়াডাঙ্গার আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

এম এ মতিন

চুয়াডাঙ্গার আদালত চত্ত্বর থেকে পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি আজিজুল শেখ (২৮) পুলিশের হাতে ধরা পড়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার ধামরাই থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

শুক্রবার সকালে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, আজিজুল শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার জলিরপাড় গ্রামের আশ্রায়ণ প্রকল্পের ঘরের বাসিন্দা ফজল শেখের ছেলে। ২০২০ সালের ১৮ অক্টোবর আজিজুল চুয়াডাঙ্গার ঘুঘুডাঙ্গা গ্রামে একটি ডাকাতি ঘটনার সন্দেহজনক আসামি হিসেবে গ্রেফতার হন। সেই থেকে তিনি কারাগারে আবদ্ধ ছিলেন। গত ১৬ অক্টোবর রবিবার সকাল ১১টার দিকে আজিজুলকে চুয়াডাঙ্গা কারাগার থেকে আদালতে আনার সময় আদালত চত্ত্বরে কারাগারের আসামি বহন করা গাড়ি থেকে নেমে কৌশলে পালিয়ে যান আজিজুল। তার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের একাধিক দল।
পুলিশ সুপার জানান, পালিয়ে যাওয়া আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, দস্যুতা, চুরিসহ ১৪টি মামলা আছে।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর রবিবার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামে একটি ডাকাতির মামলায় কারাগারে আটক আসামি আজিজুল শেখসহ অন্য কয়েকজন আসামিকে নিয়ে একটি প্রিজনভ্যান চুয়াডাঙ্গা আদালত প্রাঙ্গনে আসে। ওই গাড়িতে আসামিদের আদালতে পৌছে দেওয়া হয়। গাড়ি থেকে নামার পরপরই কৌশলে ডাকাতি মামলার আসামি আজিজুল হাতের হ্যান্ডকাপ খুলে পালিয়ে যায়। টানা ৫ দিন পলাতক থাকার পর আজিজুল ধরা পড়েন পুলিশের হাতে।