চুয়াডাঙ্গার জয়রামপুরে রাতের আঁধারে কৃষকের ভুট্টা গাছ ভেঙ্গে তছনছ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: কৃষক যেখানে ফসল ফলানোর ব্যস্ত ঠিক সেখানেই একশ্রেণীর অসাধু মানুষ সে ফসল কে নষ্ট করাই যেন হয়ে উঠেছে তাদের মূল উদ্দেশ্য। ঠিক তেমনি এক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে। কে বা কাহারা? রাতের আঁধারে কৃষক ইমরান হোসেনের পাঁচ শতাংশ জমি ভোটটা গাছ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এ বিষয়ে ইমরান হোসেন বলেন গত সোমবার দুপুরবেলা জয়রামপুর গ্রামের গাতির পাড়ার জলিল মন্ডলের ছেলে আলাউদ্দিনের সঙ্গে জমির চাষ করা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। সেই দিন গভীর রাতে পাঁচ শতাংশ জমির ভুট্টা গাছ ভেঙ্গে তছনছ করে দিয়েছে দুর্বত্তরা । এখানে মাদক বিক্রেতা আলাউদ্দিন দীর্ঘদিন যাবত খেজুরের রস থেকে তৈরি তাড়ি ও মদ বিক্রি করে আসছে। তার ক্ষমতা বহিঃপ্রকাশের জন্য রাতের আঁধারে সে এই ঘটনা ঘটায়। শুধু তাই নয় নারীবাজি নিয়েও তার দিকে আঙ্গুল উঠে সমাজের দিক থেকে।

শুধু তাই নয় আলাউদ্দিনের বিক্রি করা খেজুরের রস থেকে তৈরি তাড়ি খেয়ে নেশার ঘোরে আসক্ত হয়ে অনেকেরই ভুট্টা গাছ ভেঙ্গে তছনছ করছে তারা। ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে রয়েছে জয়রামপুর গাতির পাড়ার রবিউল ও সাইদুল। তাদের অনেক ভুট্টা গাছ ভেঙ্গে দিয়েছে।

যেখানে সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছে । সেখানে সমাজের নাকের ডগায় আলাউদ্দিন মাদক ব্যবসা রমরমা চালিয়ে যাচ্ছে।
সমাজের সর্বসাধারণের দাবি আলাউদ্দিনের বিরুদ্ধে প্রশাসনিক কোন ব্যবস্থা গ্রহণ না করলে দিন দিন তা সমাজ নষ্ট করার হাতিয়ার হয়ে দাঁড়াবে। প্রতিনিয়ত নতুন নতুন যুবক এ নেশায় আসক্ত হতে চলেছে।