গাবতলীতে দুই দিনব্যাপী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা

শাহ আলম, গাবতলী: গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষেই বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পাড়রানীর পাড়া দক্ষিণপাড়া গ্রামে দুই দিনব্যাপী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত মেলার আয়োজন করেন সাবেক মেম্বার বুলু মন্ডল।

মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল বলেন, গ্রামীণ ঐহিত্য টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করতে দক্ষিণপাড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়।

তিনি আরো জানান, ইউনিয়নের যুব সমাজকে মাদকমুক্ত মাদক থেকে নিরাময়ের জন্য আগামীতেও আরো বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন জায়গার প্রায় ২৪ টা ঘোড়া এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সব ঘোড়াকে পিছিয়ে ফেলে কিং খান নামে ঘোড়া এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। মামুন নামে কিং খান ঘোড়ার মালিক তিনি বলেন, দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন এলাকায় ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। অনেক প্রতিযোগিতায় তিনি বিজয়ী হয়েছেন। সেই ধারাবাহিকতায় আজও তিনি বিজয়ী হন। শারীরিক অবস্থা যতদিন ভালো থাকবে ততদিন তিনি ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নিবেন।

উক্ত ঘোড়া মেলার প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, উদ্বোধক হিসেবে ছিলেন সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল নিয়াজ মেহেদী, বরেণ্য অতিথি হিসেবে ছিলেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, মহিষাবন ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ও ও গোলাবাড়ি বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ও গোলাবাড়ি থিয়েটারের সভাপতি মেজবাহুল হাসান উজ্জলসহ প্রমুখ।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সহকারী পুলিশ সুপার গাবতলী সার্কেল নিয়াজ মেহেদী।