নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাসহ পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেওয়া হয় বলে কমিশনের উপ সচিব সাবেদ-উর-রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সক্রিয় না থাকায় গাইবান্ধার জেলা প্রশাসক, ফরিদপুরের এডিসি’র (অতিরিক্ত জেলা প্রশাসক) বাবা আওয়ামী লীগের প্রার্থী হওয়ায়, মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় রাজধানীর রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মির্জা ফখরুলের ওপর হামলার কারণে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ওপর হামলার ঘটনার নোয়াখালির সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে। ওসি প্রত্যাহারে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আর ডিসি ও এডিসিকে প্রত্যাহারে জনপ্রশাসন মন্ত্রণলায়কে এ নির্দেশনা দেওয়া হয়েছে।