গণফোরামের এমপিদের শপথের ব্যাপারে ‘ইতিবাচক’ ড. কামাল

নিজস্ব প্রতিবেদক :একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া গণফোরামের দুইজন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন দলটির সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

শনিবার রাজধানীর তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ইঙ্গিত দেন তিনি।

‘উদীয়মান সূর্য’ প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করা গণফোরামের দুইজন এমপি হিসেবে শপথ নেবেন কি-না জানতে চাইলে ড. কামাল বলেন, ‘আমরা ইতিবাচক মনোভাব পোষণ করছি। ‘যে দুজন নির্বাচনে বিজয়ী হয়েছেন, তারা তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন। তাদের বিষয়ে আমরা ইতিবাচকভাবে সিদ্ধান্ত নেব।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে গণফোরাম থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে সুলতান মোহাম্মদ মনসুর এবং সিলেট-২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে গণফোরামের ‘উদীয়মান সূর্য’ প্রতীকে মুকাব্বির খান বিজয়ী হন।

এই দুইজনসহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মোট সাতজন প্রার্থী বিজয়ী হন, যাদের পাঁচজনই বিএনপির।

গণফোরাম তাদের দলীয় এমপিদের শপথ গ্রহণের বিষয়ে ‘ইতিবাচক মনোভাব’ পোষণ করলেও গত বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার জানিয়ে দেন, তার দল বিএনপির কেউ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না।

বৃহস্পতিবারই নির্বাচনে বিজয়ী মহাজোটের এমপিরা শপথ গ্রহণ করেন।