নিজস্ব প্রতিবেদক : জাকজমকপূর্ন পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টশন-২০১৯ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত ওরিয়েন্টশনে বিশেষ বক্তা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. প্রান গোপাল দত্ত।
সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। অনুষ্ঠানে নতুন ভর্তিকৃত প্রায় সাড়ে ১২শ’ শিক্ষার্থীর পরিচিতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুসারে শপথ গ্রহণ করা হয়। প্রথা অনুযায়ী উপাচার্য তাদের শপথ বাক্য পাঠ করান।