কে আপন কে পর’-এর নতুন ট্র্যাক, চমক দেবেন মানসী

বিনোদন ডেস্ক: টেলিপর্দার দীর্ঘতম এই জনপ্রিয় ধারাবাহিকে এসেছে নতুন টুইস্ট আর সেই টুইস্টের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত।
স্টার জলসা-র সবচেয়ে সফল ধারাবাহিকগুলির অন্যতম ‘কে আপন কে পর’। স্টার জলসা-য় সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে এই ধারাবাহিকটি প্রায় তিন বছর সফলভাবে রেটিং ধরে রেখেছে। একটা দীর্ঘ সময় শীর্ষে থেকেছে এবং এতদিন পরেও দর্শক কিন্তু এই গল্পের প্রতি আগ্রহ হারাননি। নির্দিষ্ট সময়ে টুইস্ট এনে বার বারই নির্মাতারা দর্শকের কৌতূহলকে জিইয়ে রেখেছেন।