কালীগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের কালীগঞ্জে গ্রাহকদের ওজনে পেট্রোল এবং ডিজেল কম দেওয়ার অপরাধে মোবাইল কোর্টে দুই ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জাকির হোসেন শহরের আয়েশা ফিলিং স্টেশন ও এলকে প্রমানিক স্টেশনে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
কালীগঞ্জ থানার এসআই হানিফ মিয়া জানান, গ্রাহকদের ওজনে পেট্রোল এবং ডিজেল কম দেওয়ার অপরাধে শহরের আয়েশা ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা ও এলকে প্রমানিক স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টের বিচারক জাকির হোসেন জানান, ওজন ও পরিমান মানদÐ আইন-২০১৮ লংঘন করায় দুইটি ফিলিং স্টেশনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব পাম্প দীর্ঘদিন ধরে গ্রাহকদের পেট্রোলে ও ডিজেল কম দিয়ে আসছিল। তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।