কক্সবাজারে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসাহী আটক


কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের লালদীঘির পাড় ও হলিডে মোড়ে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। ২২ জুলাই সদর মডেল থানার এস্আই সুজনের নেতৃত্বে এএসআই আবুল কাশেম ও এএসআই বাবলু দের সহযোগিতায় এই অভিযান চলে। প্রথমে সকাল ৮টার দিকে লাল দীঘির পাড়স্হ মারছা পরিবহন বাস থেকে আয়েশা বেগম(২৭) স্বামী-মিরাজুল ইসলাম, পিতা-রহমহ উল্লাহ, সাং-কুতুবদিয়া পাড়া, ০১নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার’কে ১৫০০ পিস ইয়াবাসহ অাটক করে পরে সকাল ১১ টার দিকে হলিডে মোড়স্থ পুরাতন ঝিনুক মার্কেটের সামনে থেকে মোঃ ইসমাইল(২৬) পিতা-সৈয়দ উল্লাহ, সাং-দঃ কলাতলী, থানা ও জেলা-কক্সবাজার’কে ৫০০ পিস ইয়াবাসহ অাটক করা হয়। এঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার এস্আই সুজন চন্দ্র মজুমদার।