নিজস্ব প্রতিবেদক : এরশাদের মৃত্যুর এক ঘন্টার মধ্যেই জাতীয় পার্টি দিশেহারা অবস্থায়। এরশাদকে কোথায় দাফন করা হবে? কোথায় কোথায় জানাযার নামায হবে? রংপুরে নিয়ে যাওয়া হবে কিনা এসব নিয়ে সিদ্ধান্তহীনতার মধ্যে পড়েছে পুরো জাতীয় পার্টি। কারণ জাতীয় পার্টি এখন নেতৃত্বশুন্য হয়ে গেছে। কারোর হাতেই নেই জাতীয় পার্টির একক নেতৃত্ব। এরশাদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই এরশাদের স্ত্রী রওশন এরশাদ এবং ছোট ভাই জিএম কাদেরেরর মধ্যে মতবিরোধের খবর পাওয়া গেছে। কোথায় কোথায় জানাযার নামায অনুষ্ঠিত হবে সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারেনি। জিএম কাদের জানিয়েছেন, প্রথমে এরশাদকে দাফন করা হবে সামরিক কবরস্থানে। প্রথম জানাযা হবে বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গনে। তারপর তাকে রংপুর নিয়ে যাওয়া হবে। কিন্তু রওশন এরশাদের পক্ষ থেকে বলা হয়েছে, এরশাদকে প্রথমে দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। তারপর তাকে বায়তুল মোকাররমে নিয়ে যাওয়া হবে। রওশন এরশাদ এখনো রংপুরে যাওয়ার বিষয়টি বলেননি। একক সিদ্ধান্তে চলা জাতীয় পার্টি এখন কার সিদ্ধান্তে চলবে সেটাই দেখার বিষয়।