নিজস্ব প্রতিবেদক : এইড ফাউন্ডেশন এর নির্বাহী, সাধারণ ও উপদেষ্টা পরিষদ, কর্মী সমর্থক এবং শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে রজত জয়ন্তী বনভোজন ২০১৯ অনুষ্ঠিত হয়। সংস্থার প্রথম নিজস্ব অফিস পোড়াহাটি মিশ্র খামার বাড়ীতে ২৫ তম পিকনিক (রজত জয়ন্তী) এর আয়োজন করা হয়।

শ্যামল সবুজ ছায়াঘেরা, হাজারো বৃক্ষে আচ্ছাদিত পরিবেশ সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আরো প্রাণবন্ত হয়ে ওঠে। নির্মল জলে গোছল এবং মাছ শিকারের আয়োজন সকলে উৎসাহভরে উপভোগ করেন।

দৃষ্টিনন্দন সাজসজ্জা এবং রাস্তার ধারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাকতাড়–য়া দেখে মন প্রান উদ্বেলিত হয় বিশেষ করে কাকতাড়–য়া সম্পর্কে শিশুদের মধ্যে কৌতুহল সৃষ্টি করে। পোড়াহাটি মিশ্র খামার বাড়ীতে সংস্থার নিজস্ব পুকুরে শৌখিন মৎস্য শিকারীদের মৎস্য শিকার এখন চলমান।
