ঈদ বোনাস ৫ আগস্টের মধ্যে পরিশোধের দাবি জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের

ঢাকা: দোকান কর্মচারীদের ঈদ বোনাস ৫ আগস্টের মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ফেডারেশনের নেতারা এ দাবি জানান।

তারা বলেন, ‘সারা দেশে ১০টি খাতে ৬০ লক্ষাধিক দোকান কর্মচারী কাজ করে। সরকারি-বেসরকারি সব কর্মকর্তা-কর্মচারী ঈদ বোনাস পেলেও দোকান কর্মচারীরা কোনো ঈদ বোনাস পায় না। তারা ঈদ বোনাস থেকে বঞ্চিত। তাই আগামী ৫ আগস্টের মধ্যে দোকান কর্মচারীর ঈদ বোনাস পরিশোধ করতে হবে। অন্যথায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।’

মানববন্ধনে ১২ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হল- ৫ আগস্টের মধ্যে দোকান কর্মচারীদের ঈদ বোনাস এবং জুলাই মাসের বেতন পরিশোধ, দোকান কর্মচারীর যাতে পরিবারের সঙ্গে ঈদ করতে পারে সেজন্য তাদের পর্যায়ক্রমে ছুটি প্রদান, কর্মচারীদের আইডি কার্ড এবং নিয়োগপত্র প্রদান, প্রতি সপ্তাহে দেড় দিন সাপ্তাহিক ছুটি প্রদান, সব দোকানে শ্রম আইন বাস্তবায়ন, একজন কর্মচারীর মাসিক বেতন ন্যূনতম ১৫ হাজার টাকা এবং চাকরি থেকে বিদায় করতে চাইলে শ্রম আইন অনুযায়ী সব প্রাপ্য পরিশোধ করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, বাংলাদেশ লিয়াজোঁ কমিটির কো-অর্ডিনেটর একেএম মোস্তফা কামালসহ ফেডারেশনের অন্য সদস্যরা।