ঈদুল আযহার আগাম টিকিট ২৯ জুলাই থেকে

নিজস্ব প্রতিবেদন : আসন্ন ঈদুল আযহার যাত্রায় ট্রেনের আগাম ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ২৯ জুলাই। এই অগ্রিম টিকিট বিক্রি চলবে ২ আগস্ট পর্যন্ত।
মন্ত্রী জানান, অনলাইনে অর্ধেক ও বাকি অর্ধেক টিকিট রাজধানীর ৫টি স্টেশনে বিক্রি করা হবে।জানা গেছে, ঈদের ফিরতি টিকিট পাওয়া যাবে ৫ আগস্ট থেকে। আর এবারেও থাকছে মোবাইল অ্যাপে ট্রেনের টিকিট কেনার সুযোগ। অ্যাপে টিকিট পাওয়া যাবে সকাল ৬টায় এবং কাউন্টারে সকাল ৯টা থেকে পাওয়া যাবে টিকিট।