ইনাম আহমদ চৌধুরী বলেছেন, দীর্ঘদিন ধরে বিএনপির মতের সঙ্গে নিজের মতের মিল না হওয়ায় দল বদল করেছেন।

শুক্রবার সিলেটে আওয়ামী লীগ প্রার্থীর এক সভায় যোগ দিয়ে তিনি বলেছেন, “বিএনপির নৈতিকতা ও আদর্শের সাথে আমার মতের পার্থক্য দেখা দেওয়ায় আমাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী এ কে আব্দুল মোমেনের মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন আওয়ামী লীগ নেতারা। আব্দুল মোমেনের সঙ্গে পেশাজীবীদের মতবিনিময়ে গিয়েও নৌকার পক্ষে ভোট চান ইনাম আহমেদ চৌধুরী।

সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী বিএনপির বর্তমান কমিটিতে ভাইস চেয়ারম্যান ছিলেন। তার আগে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদে। নিয়মিত দলীয় কার্যক্রমে সক্রিয় না হলেও বিভিন্ন ফোরামে বিএনপির হয়ে কথা বলতেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উপরে বইও রয়েছে তার।

গত বুধবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন ইনাম আহমদ চৌধুরী।

সিলেট শহর ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেটের এই আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন ইনাম। প্রাথমিক মনোনয়নের তালিকায় থাকলেও চূড়ান্ত মনোনয়নে বাদ পড়েন তিনি। এখানে ধানের শীষের প্রার্থী করা হয়েছে খন্দকার আব্দুল মুক্তাদিরকে।