ইনস্টাগ্রামে প্রতি পোস্টে কোহলির আয় ১ কোটি ৬৫ লাখ টাকা

এই আমার দেশ ডেক্স : ইনস্টাগ্রামে প্রতিদিনই ফলোয়ারের সংখ্যা বাড়ছে বিরাট কোহলির। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে রিচ লিস্টের প্রথম ১০-এ রয়েছেন তিনি। ২২ গজের বাইরে স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে তার ছবি হটকেকের মতো বিক্রি হয়। শুনলে অবাক হবেন, ইনস্টাগ্রামে ভারতীয় অধিনায়কের একটি পোস্টের মূল্য ১ লাখ ৯৬ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য আনুমানিক ১ কোটি ৬৬ লাখ টাকা।
শুধু মাঠে ব্যাট হাতে কেরামতি দেখিয়ে নয়, বিজ্ঞাপন ও সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি টাকা আয় করছেন বিরাট। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পোস্ট ভ্যালুও বাড়ছে। এ মুহূর্তে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট ম্যানের ফলোয়ার হলো ৩৮ দশমিক ২ মিলিয়ন।
হোপার হেডকোয়ার্টারে প্রকাশিত তথ্যানুযায়ী, ২০১৯-এ ইনস্টাগ্রামে ক্রীড়াবিদ হিসেবে বিশ্বে রিচ লিস্টে ৯ নম্বরে রয়েছেন কোহলি। এক নম্বরে রয়েছেন ফুটবল মেগাস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি বছর সেই তালিকার দুই ও তিনে রয়েছেন ব্রাজিলীয় পোস্টারবয় নেইমার এবং আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি।