এম এ মতিন, চুয়াডাঙ্গাঃ- গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা এর সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃত্বে চুয়াডাঙ্গার আলমডাংগা উপজেলার মুন্সিগঞ্জ, পুটিমারি এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযানে পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, পণ্যের মুল্য বেশি নেয়া ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ০৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার চুয়াডাঙ্গা এর সহকারী পরিচালক সজল আহমেদ জানান, নিরাপদ খাদ্য মানুষের দোরগোড়ায় পৌঁছাতে এই ধরনের অভিযান অব্যহত থাকবে।
সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।