আলমডাঙ্গায় এমপি ছেলুন জোয়ার্দ্দারের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল


এন এইচ শাওন : চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের দ্রুত সুস্থ্যতা কামনায় আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামিলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল আছর বধ‍্যভূমি মিলনায়তনে কুমারী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামিলীগের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আরাফাত উল্লাহ। সার্বিক দায়িত্বেছিলেন ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফারুক, সাবেক উপজেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, কুমারী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু সিদ্দিক টগর, সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান টুটুল, সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, যুবলীগ নেতা রাসেল, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউপি সদস্য আবদুর রশিদ, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক শাহাবুল হকসহ কুমারী ইউপির নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।