আমি রিফাত হত্যাকাণ্ডে জড়িত নই: মিন্নি

নিজস্ব প্রতিবেদক: রিফাত শরীফ হত্যাকান্ডে জড়িত নন বলে আদালতে দাবি করেছেন এ মামলার ১ নম্বর সাক্ষী ও নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি।
বুধবার বিকেলে আদালতের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন মিন্নি।
আদালতে উপস্থিত দুজন আইনজীবী বলেন, আদালতে মিন্নির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আইনজীবী না থাকায় বিচারক মিন্নির কাছে জানতে চান, ‘আপনার পক্ষে যেহেতু কোনো কৌঁসুলি নেই, তাই এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে?’ এই প্রশ্নের জবাবে মিন্নি আদালতকে বলেন, ‌‘আমি এই হত্যাকাণ্ডে জড়িত নই।’
ওই দুজন আইনজীবী বলেন, আজ বিকেলে আয়েশা সিদ্দিকা মিন্নিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. হুমায়ুন কবির। হুমায়ুন কবির আবেদনে উল্লেখ করেছেন, রিফাত শরীফ হত্যাকাণ্ডে মিন্নির জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য প্রমাণ পেয়েছেন। এ ছাড়া এজাহারভুক্ত একজন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে মিন্নি এই হত্যা পরিকল্পনায় ছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন।
আইনজীবী দুজন বলেন, পরিদর্শক হুমায়ুন রিমান্ড আবেদনে আরও জানিয়েছেন, হত্যাকাণ্ডের আগের দিন প্রধান আসামি নয়ন বন্ডের সঙ্গে মিন্নির ফোনালাপের তথ্যও পাওয়া গেছে। এসব বিষয় নিশ্চিত হতে এবং মামলাটির অধিকতর তদন্তের জন্য মিন্নিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।