আবারও স্পিকার শিরীন শারমিন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী

(বাঁ থেকে) ড. শিরীন শারমিন চৌধুরী ও অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। (ছবি : সংগৃহীত)

নিজস্ব প্রতিবেদক : ড. শিরীন শারমিন চৌধুরী ফের একাদশ জাতীয় সংসদে স্পিকারের দায়িত্ব পেলেন। একইসঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে তার আগের সহকর্মী অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া ফের নির্বাচিত হয়েছেন।

বুধবার (৩০ জানুয়ারি) একাদশ সংসদ অধিবেশনের শুরুতেই স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শেষে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

বেলা ৩টায় দশম জাতীয় সংসদদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।

এরপর নোয়াখালী-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ওবায়দুল কাদের স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীরর নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবে সমর্থন দেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী।

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দশম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীরর নাম সংসদে উপস্থাপন করলে তা কন্ঠভোটে পাস হয়।

এর মাধ্যমে রংপুর -৬ আসন থেকে নির্বাচিত হওয়া শিরীন শারমিন চৌধুরী দেশের ইতিহাসে প্রথমবারের মতো টানা তৃতীয় মেয়াদে স্পিকারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। দেশের প্রথম নারী স্পিকারও তিনি।

অণ্যদিকে, একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের পরই ডেপুটি স্পিকার র্নিবাচন হয়। হুইপ আতিউর রহমান আতিক ডেপুটি স্পিকার হিসেবে ফজলে রাব্বী মিয়ার নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন হুইপ ইকবালুর রহিম। সংসদে সর্বসম্মতভাবে তিনি ডেপুটি স্পিকার নির্বাচিত হন। ফজলে রাব্বি মিয়া ২য় বারের মত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন।

https://www.facebook.com/Mohammad.A.Arafat/videos/1875702939222442/?t=50